Site icon Jamuna Television

এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬

এবার ঈদযাত্রায় ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১৫ দিনে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৮৪৪ জন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এই তথ্য উঠেছে এসেছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে রাজধানীর ডিআরইউতে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে ১৪ দশমিক পাঁচ এক শতাংশ। এ বছর নিহতের সংখ্যা বেড়েছে প্রায় ২২ শতাংশ আর আহতের সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বরাবরের মতো এবারও মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়েছে। ঈদে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৫ জন এবং আহত হয়েছেন ১১০ জন।

এ সময় বুয়েট দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. হাদিউজ্জামান জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে সড়কে ইজিবাইক চলাটা মেনে নেয়া যায় না।

ইউএইচ/

Exit mobile version