Site icon Jamuna Television

ইভিএম নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে: জি এম কাদের

ইভিএম নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেছেন, যে দেশের মানুষকে প্রতীক দেখিয়ে চেনাতে হয়, সেখানে ইভিএমে ভোট দেয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির মহানগর উত্তরের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, অসন্ন নির্বাচন ঘিরে সরকার যে আবহ তৈরি করছে, তাতে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। যেভাবে দেশ পরিচালিত হচ্ছে, এটাকে কোনোভাবেই গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে ফেলা যায় না। এ সময় জনগণের উন্নয়নের চেয়ে সরকার বড় প্রকল্পে বড় বড় কমিশন নিয়েই ব্যস্ত বলে মন্তব্য করেন জি এম কাদের।

/এমএন

Exit mobile version