শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় তদন্তের পরিপ্রেক্ষিতে দেশটির একটি আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে নমাল রাজাপাকসেসহ ১৫ জনের ওপর বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার (১২ মে) ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত সোমবার (৯ মে) গোতাগোগামা এবং মাইনাগোগামায় শান্তিপূর্ণ আন্দোলনে হামলার তদন্তের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করে। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর।
নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন, সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, পবিত্র ওয়ানিয়ারাচ্চি, সঞ্জীওয়া এদিরিমান্নে, কাঞ্চনা জয়রত্নে, রোহিতা আবেগুনাবর্ধনে, সিবি রত্নায়েকে, সম্পাথ আথুকোরালা, রেণুকা পেরেরা, সনৎ নিশান্থ, সিনিয়র ডিআইজি দেশবন্ধু থেন্নাকুনসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে, সে দেশের অ্যাটর্নি জেনারেল ১৮ জনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার অনুরোধ করে বলেছিলেন, গোতাগোগামা ও মাইনাগোগামায় হামলার তদন্তের স্বার্থে তাদের শ্রীলঙ্কায় উপস্থিত থাকতে হবে। কারণ, তারা এ হামলার পরিকল্পনা করেছিল।
এটিএম/

