Site icon Jamuna Television

জাদেজাকে আইপিএল থেকে ছিটকে দিলো ইনজুরি

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাঁজরের চোটের কারণে আসরের বাকি ম্যাচগুলো খেলা হবে না কয়েকদিন আগেই ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব ছেড়ে দেয়া জাদেজা।

বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথান। আইপিএলের এবারের মৌসুমটা খুব একটা ভালো যায়নি জাদেজার। ব্যাটিং, বোলিংয়ে খারাপ পারফরমেন্সের জেরে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। তার পরিবর্তে আসরের মাঝপথে ক্যাপ্টেন্সি দেয়া হয় মহেন্দ্র সিং ধোনিকে।

চলতি আসরে বল হাতে ৫ উইকেটের সাথে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এসেছে মাত্র ১১৬ রান। এবার চোটের কারণে টুর্নামেন্ট থেকেই বিদায় নিলেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: সাদা বলের সিরিজ খেলতে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা যাবে অস্ট্রেলিয়া

/এম ই

Exit mobile version