Site icon Jamuna Television

সাংবাদিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার হুমকি মাহমুদ আব্বাসের

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ্ হত্যার ন্যায়বিচার পেতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার হুমকি দিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১২ মে) রামাল্লার প্রেসিডেন্ট সদর দফতরে জানানো হয় আল জাজিরার সদ্য প্রয়াত এই সাংবাদিককে রাষ্ট্রীয় মর্যাদা। এ সময় ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট। সেখানে রাখা ভাষণেই এ হত্যাকাণ্ডের জন্য পুরোপুরি ইহুদি সেনাবহরকে দোষারোপ করেন মাহমুদ আব্বাস। প্রত্যাহার করেন, ইসরায়েলের সাথে হত্যাকাণ্ডের যৌথ তদন্ত প্রস্তাব। বলেন, সুষ্ঠু বিচার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে ফিলিস্তিন।

আগামীকাল শুক্রবারে পূর্ব জেরুজালেমে হবে সাংবাদিক শিরিনের দাফন। ততোক্ষণ পর্যন্ত মরদেহ রাখা হবে সেইন্ট লুইস ফ্রেঞ্চ হাসপাতালে। গতকাল বুধবার সকালে ইসরায়েলি অভিযান চলাকালে মাথায় গুলিবিদ্ধ হন শিরিন। হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ন্যাক্কারজনক হত্যাকাণ্ড চালিয়ে দায় এড়াতে পারবে না ইসরায়েল। তারা নিরীহ ফিলিস্তিনিদের ওপর যে বর্বরতা চালিয়ে আসছে; তা আবারও বিশ্ববাসীর কাছে স্পষ্ট। অপরাধীদের শাস্তি পেতেই হবে। সুষ্ঠু বিচার পেতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবো আমরা।

/এমএন

Exit mobile version