Site icon Jamuna Television

আমিই সেরা: সালাহ

ছবি: সংগৃহীত

নিজেকে বিশ্বসেরা বলে দাবি করে লিভারপুলের মিশরীয় তারকা উইঙ্গার মোহামেদ সালাহ বলেছেন, আমিই সেরা।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের সাথে পুরনো হিসাবনিকাশ চুকানোর কথা বলে আলোচনার জন্ম দেন এই ফুটবলার। ঠান্ডা মেজাজের মানুষ হলেও মাঝে মধ্যেই নিজের কথার মাধ্যমে সালাহ দৃষ্টি কাড়ছেন সকলের। বি ইন স্পোর্টসকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালাহ বলেন, রাইট উইঙ্গার পজিশনে যদি আমাকে অন্যদের সাথে তুলনা করা হয়, তবে কেবল আমার দলেই না; পুরো বিশ্বের সেরা হিসেবে আমাকেই পাওয়া যাবে। আমি সব সময় নিজের কাজের ওপর মনোযোগ দিই এবং সেরা পারফরমেন্স করার চেষ্টা করি। তাছাড়া গোল ও অ্যাসিস্টের সংখ্যাও আমার কথাকে সমর্থন দেবে।

তবে সালাহর এমন দাবি অযৌক্তিক নয় মোটেও। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ ২২ গোলের সাথে ১৩ অ্যাসিস্টও এগিয়ে রাখছে তার দাবিকে। সালাহ আরও বলেন, সব সময় নিজের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করি আমি। ভিন্নভাবে খেলে পার্থক্য সৃষ্টির চেষ্টা থাকে। আর সেটাই আমার দায়িত্ব।

আরও পড়ুন: ডি ব্রুইনার চার গোলের ঝড়ে শিরোপার দ্বারপ্রান্তে ম্যান সিটি

/এম ই

Exit mobile version