Site icon Jamuna Television

উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, সংক্রমিত সাড়ে ৩ লাখ

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। প্রচণ্ড জ্বর এবং কোভিড উপসর্গে ভুগছেন আরও সাড়ে ৩ লাখ মানুষ। যাদের মাঝে এক লাখ ৮৭ হাজার বাসিন্দাকে রাখা হয়েছে আইসোলেশনে। খবর বার্তা সংস্থা এপির।

শুক্রবার (১৩ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম- KCNA প্রথমবারের মতো করোনা মহামারিতে প্রাণহানির এ সংবাদ জানালো।

বৃহস্পতিবার দেশটি প্রথমবারের মতো জানায়, রাজধানীতে করোনা শনাক্ত হয়েছে। সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা করেন দেশজুড়ে কঠোর লকডাউন।

স্বাস্থ্যবিদরা বলছেন, বহু আগেই দেশটিতে করোনাভাইরাসটি শনাক্ত হয়েছিল। কিন্তু এতদিন বিশ্ববাসীর কাছ থেকে তথ্য গোপন করেছে পিয়ংইয়ং। এমনকি টিকাগ্রহণ না করায় ঝুঁকিতে দেশটির আড়াই কোটি বাসিন্দা। সিনোভ্যাক এবং অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সহযোগিতার প্রস্তাব দিলেও তা নাকচ করে উত্তর কোরিয়া।
আরও পড়ুন: রাশিয়া নয়, পশ্চিমাদের বেশি ক্ষতি হয়েছে: পুতিন
ইউএইচ/

Exit mobile version