Site icon Jamuna Television

জিতেছেন কারাবন্দি আনোয়ার ইব্রাহিমের স্ত্রী-কন্যা

মাহাথির মোহাম্মদ যে পাতাকান হারপান নামক যে জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতাসীন বারিসান ন্যাশনালকে হারিয়েছেন, সেই জোটের অন্যতম নেতা হচ্ছেন আনোয়ার ইব্রাহিম। নাজিব সরকারের দ্বারা কারাবন্দি থাকা আনোয়ারের সম্মতি নিয়েই মাহাথিরকে জোটের পক্ষ থেকে নির্বাচনে মনোনয়ন দেয়া হয়।

মাহাথিরের আমলেও কারাবন্দি থাকা আনোয়ার এবারের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ না পেলেও তার স্ত্রী ও কন্যা নির্বাচন করে নিজ নিজ আসনে জয়ী হয়েছেন। পেনাঙে নির্বাচন করে বারিসানের প্রার্থীকে প্রায় অর্ধেক ভোটের ব্যবধানে হারিয়েছেন নুরুল ইজ্জাহ আনোয়ার।

অন্যদিকে আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজাহ অন্য একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের আগের ঘোষণা অনুযায়ী, প্রথমে মাহাথির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আনোয়ারের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। পরে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

Exit mobile version