Site icon Jamuna Television

চকবাজারে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারে অটোরিকশার ধাক্কায় মোর্শেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) ভোর সাড়ে ৬টায় চকবাজারের আলীরঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় অপর দিক থেকে আসা দ্রুতগামী অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আহন হন মোর্শেদ। সেখান থেকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড পরে ঢাকা মেডিকেলে নিলে মারা যান তিনি। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করেছে চকবাজার থানা পুলিশ। আটক করা হয়েছে চালককে।

পুলিশ বলছে, ভোরে রাস্তা ফাঁকা পেয়ে দ্রুত গতিতে আসা রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠিয়ে দেয় মোর্শেদের ওপর। চালক অপ্রাপ্ত বয়স্ক ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত মোর্শেদ ইসলামবাগের আলীর ঘাটে ভাড়া থাকতেন। তার পরিবারে স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন: ভোগান্তির আরেক নাম আগারগাঁও পাসপোর্ট অফিস

ইউএইচ/

Exit mobile version