Site icon Jamuna Television

আর্সেনালকে বিধ্বস্ত করলো কন্তের টটেনহ্যাম

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে থাকলো টটেনহ্যাম হটসপার। গত ৩৯ বছরে এমন বাজেভাবে হারেনি আরতেতার দল।

স্পার্সদের মাঠে শুরুটা ভালোই করেছিল আর্সেনাল। তবে ২২ মিনিটে হিউ মিন সনকে ডি-বক্সের ভেতর অবৈধভাবে ট্যাকল করেন সেদরিক সোয়ারেস। স্পট কিক থেকে দলকে ১-০ গোলে এগিয়ে নেন হ্যারি কেইন।

এরপর একের পর এক আক্রমণে টালমাটাল আর্সেনাল রক্ষণ। ৩৭ মিনিটে আবারও গোল করেন স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান কেইন। আর বিরতি থেকে ফিরে হিউ মিন সনের গোলে ৩-০ ব্যবধানের লিড নেয় স্পার্সরা। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের রেস আবারও জমিয়ে দিলো কন্তের দল।

আরও পড়ুন: ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম

ইউএইচ/

Exit mobile version