Site icon Jamuna Television

দায়িত্ব নিয়েই মোদিকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তার মেয়াদকালে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য উন্মুখ তিনি। এছাড়া ভারতকে তার অর্থনৈতিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে ধন্যবাদ দিতে চাই কারণ, এই মুহূর্তে শ্রীলঙ্কা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। এনডিটিভির খবর।

বৃহস্পতিবার (১২ মে) শপথ গ্রহণের পর রাতে অনুষ্ঠিত এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে বিক্রমাসিংহে বলেন, আমি ভারতের সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক চাই এবং নরেন্দ্র মোদিকে এ সংকটকালে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই।

পাশাপাশি বৃহস্পতিবার রাতে ভারতের পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসারে নবগঠিত শ্রীলঙ্কার নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত এবং দ্বীপরাষ্ট্রের জনগণের প্রতি নয়াদিল্লির প্রতিশ্রুতি অব্যাহত থাকার কথাও জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঋণে জর্জরিত শ্রীলঙ্কাকে ৩ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেয়ার ঘোষণা দেয় ভারত।

এটিএম/

Exit mobile version