Site icon Jamuna Television

‘যারা বোরকা পরে জামিন নিতে গিয়েছিল, তাদের আন্দোলনের হিম্মত সরকারের জানা আছে’

ফাইল ছবি।

বিএনপির যেই নেতারা বোরকা পরে জামিনের জন্য হাইকোর্টে যায়; সেই নেতাদের আন্দোলনের হিম্মত সরকার ও জনগণের জানা আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৩ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে কীটতত্ত্ববিদের এক অনুষ্ঠানে যোগ দেবার আগে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধান মতে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই, বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন করবে। বেশি কথা না বলে বিএনপির উচিত আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করা।

তিনি আরও বলেন, বিএনপি নেতাদের ওপর দলের নেতাকর্মী ও জনগণের কোনো আস্থা নেই। বিগত সময়ের মত আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও মানুষ হত্যা শুরু করলে জনগণকে সাথে নিয়ে বিএনপিকে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version