Site icon Jamuna Television

টাঙ্গাইলে মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত মলম পার্টির ৩ সদস্য।

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে মলম পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১২’র সদস্যরা। শুক্রবার (১৩ মে) শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিস্কিটের প্যাকেট, ৫টি মোবাইল ফোনসহ নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের মৃত মীর আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), নাটোরের কৃষ্ণপুর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৫৩) এবং ঢাকার খিলক্ষেতের মাহফুজুল হকের ছেলে মাসুদুল হক আপেল (৪৫)।

এ ব্যাপারে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন গণপরিবহনে ওঠে অসহায় যাত্রীদের সাথে আলাপ-আলোচনা করতো। পরে তাদের পাশের সিটে বসে বিভিন্ন ধরনের বন্ধুসুলভ কথা বলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কিট খাইয়ে অজ্ঞান করতো। পরবর্তীতে তারা যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যেতো। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/

Exit mobile version