Site icon Jamuna Television

সর্বদলীয় সরকার নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জাফরুল্লাহর আহ্বান

যুব অধিকার পরিষদের মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণতন্ত্রের স্বার্থে সর্বদলীয় সরকারের কাঠামো নিয়ে আলোচনার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী।

শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুব অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্দলীয় সরকার না হলে দেশ টিকবে না, কেউ ভালো থাকতে পারবে না। তিনি সরকারকে ভারতের ওপর নির্ভর না করারও আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে সরকারকে।

মানববন্ধনে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, এখনো সময় আছে, জনগণের কাছে ক্ষমা চান। মেগা প্রজেক্ট বাদ দিয়ে জনগণের অন্নের যোগান দিন। পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু নামকরণের পরিকল্পনা হচ্ছে জানিয়ে তা থেকে সরে আসারও আহ্বান জানান ডা. জাফরুল্লাহ্ চৌধুরী। তিনি বলেন, কখন আন্দোলনের আগুন ছড়িয়ে পড়বে তার ঠিক নেই। তখন পালাতে পারবেন না।

আরও পড়ুন: ‘নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, হতেও দিবে না’

/এম ই

Exit mobile version