Site icon Jamuna Television

খুলনায় বিদ্যুৎ অফিসের গাফিলতিতে দেয়াল ধসে ৩ শিশু আহত

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর বয়রা এলাকায় ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) সীমানা প্রাচীর ভেঙে পড়ে তিন শিশুর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর বয়রার করীমনগরস্থ ওজোপাডিকোর বিভাগীয় অফিসের জরাজীর্ণ সীমানা প্রাচীরের পেছনের অংশ ভেঙে পড়ে। এ সময় দেয়ালের পাশের রাস্তায় খেলতে থাকা তিন শিশু আহত হয়।

আহতরা হলেন, একই এলাকার শিশু তামিম (৭), ইয়ামিন (১১) ও রাব্বি। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত শিশুদের খুলনা মেডিকেল কলেজে নিয়ে যায়। এ ঘটনায় শিশু তামিম গুরুত্বর আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকবার বিদ্যুৎ অফিসের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার জরাজীর্ণ সীমানা প্রাচীরের ওপর নতুন করে সিমেন্টের প্লাস্টার দেয়ার জন্য কাজ করতে গেলে পেছনের সীমানা প্রাচীরটি ভেঙে পড়ে।

এদিকে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা বলছেন, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী মেরামতের কাজ করতে গিয়েই এ অবস্থা হয়েছে। দ্রুতই সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ দেয়াল মেরামত করা হবে।

সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, দেয়াল ধসের কথা শুনেই তারা ঘটনাস্থলে এসেছেন। আহতদের পরিবার ও বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version