Site icon Jamuna Television

মদ, জুয়া ও ক্যাসিনোতে যুক্ত না হয়ে মানবিক যুবলীগ গড়ার আহ্বান নিখিলের

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

কর্মীদের মদ, জুয়া ও ক্যাসিনোর সাথে যুক্ত না হয়ে মানবিক যুবলীগ গড়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। মানবিক কাজে যুক্ত হওয়ার জন্যও এ সময় কর্মীদের পরামর্শ দেন তিনি।

শুক্রবার (১৩ মে) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভায় এই আহ্বান জানান তিনি। যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে হলে যুবলীগকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কর্মীরা কোন কাজ করছে বা কার সাথে দেখা করছে সেসব তথ্য আওয়ামী লীগ সভাপতির কাছে আছে বলেও জানান তিনি।

এ সময় মূল দলের সভাপতির নির্দেশ অনুযায়ী সংগঠনকে গড়ে তুলতে কর্মীদের নির্দেশ দেন মাইনুল হোসেন খান নিখিল। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন: ‘যারা বোরকা পরে জামিন নিতে গিয়েছিল, তাদের আন্দোলনের হিম্মত সরকারের জানা আছে’

/এম ই

Exit mobile version