Site icon Jamuna Television

পুয়ের্তো রিকোর উপকূলে পাওয়া গেছে ১১ অভিবাসনপ্রার্থীর মরদেহ

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর উপকূলে মিললো ১১ অভিবাসনপ্রার্থীর মরদেহ। বৃহস্পতিবার (১২ মে) আরও ৩১ আরোহীকে জীবিত উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কোস্টগার্ডের এক বিবৃতিতে জানানো হয়, উপকূল থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে পাওয়া যায় ডুবন্ত নৌযানটি। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা নাগাদ সতর্কবার্তা পেয়ে উদ্ধারে যায় কোস্টগার্ড। দুর্ঘটনাস্থলে ছোট্ট জাহাজ এবং হেলিকপ্টার দিয়ে তল্লাশি চলছে এখনও।

নৌযানে ঠিক কতোজন আরোহী ছিলেন, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না উদ্ধার হওয়া ব্যক্তিরা। তবে নিহত ও জীবিত উদ্ধার হওয়া সবাই হাইতির নাগরিক বলে জানা গেছে। আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থাও সংকটাপন্ন। যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যেই তারা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি জমাচ্ছিল।

/এডব্লিউ

Exit mobile version