Site icon Jamuna Television

ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হওয়া এ হামলায় আট ইরানিসহ প্রাণ গেছে অন্তত ১৫ জনের।

ব্রিটিশ পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এ তথ্য। কিসবে, গোলান হাইটস উপত্যকাসহ বেশ কিছু এলাকায় চালানো হয় এসব হামলা। ধ্বংস করে দেয়া হয় সিরিয়ার একটি রাডার সাইট।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলকে ঠেকাতে পাল্টা আক্রমণ শুরু করেছে সিরীয় বিমান বাহিনী। এরইমধ্যে ইসরায়েলী বাহিনীর ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবিও করেছে দামেস্ক।

Exit mobile version