Site icon Jamuna Television

বিয়ের দিনকে স্মরণীয় করতে পোশাকে আগুন (ভিডিও)

ছবি: সংগৃহীত।

বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে চান অনেকেই। কিন্তু তাই বলে বিয়ের পোশাকে আগুন লাগানোর কথা নিশ্চই সচরাচর ভাববেন না কেউ! তবে এমনই এক পাগলাটে কাণ্ড ঘটিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছেন এক নবদম্পতি। অবশ্য এ বিষয়ে তারা কিন্তু আগে থেকেই বেশ দক্ষ।

হলিউডের বিভিন্ন অ্যাকশন ছবিতে স্টান্ট ডাবল হিসেবে কাজ করেন বর গ্যাবি জেসপ ও কনে অ্যাম্বর ব্যামবির। কর্মসূত্রেই তাদের পরিচয়, সেই থেকে প্রণয়। তাই বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতেও কার্যত সেই হলিউড কায়দাই বেছে নিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাদা পোশাকের কনে হাতে ধরে আছেন একটি জ্বলন্ত ফুলের তোড়া, তারপর সেই ফুলের তোড়া থেকেই আগুন ধরে যাচ্ছে বর-কনের পিঠে।

ভিডিওটি নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। অবশ্য সাধারণ মানুষের জন্য নবদম্পতি দিয়েছেন সতর্কবার্তা। তাদের বক্তব্য, তারা নিজেরা এই ধরনের কাজের জন্য প্রশিক্ষিত। পাশাপাশি গোটা বিষয়টির আগে একাধিকবার পরীক্ষামূলকভাবে অনুশীলনও করেছেন তারা। তাই বিশেষজ্ঞদের তত্ত্বাবধান ছাড়া এই ধরনের কাজ করা একেবারেই উচিত নয় বলেই মত তাদের।

এসজেড/

Exit mobile version