Site icon Jamuna Television

শোবার ঘর থেকে আড়াই শতাধিক গোখরা সাপ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর রাণীনগর উপজেলার বালুভরা গ্রামের বাসিন্দা উজ্জল হোসেন নামের এক কাঠ মিস্ত্রির বাড়ীর শোবাে ঘর থেকে গোখরা সাবক উদ্ধার করা হয়েছে। বুধবার সেগুলো উদ্ধার করা হয়।

উজ্জল জানান, দুপুরে তার নিজ শয়ন ঘরের মেঝেতে ১টি সাপের বাচ্চা দেখতে পান তারা। এরপর সাপের বাচ্চাটিকে মেরে ফেলতে গেলে ঘরের এক কর্ণারে টিভি রাখা ট্রলির নিচে চলে যায়। পরিবারের লোকজন ট্রলি সরে নিচে একটি গর্ত দেখতে পেয়ে গর্তটি খুড়লে ২৪৫ টি গোখড়া সাপের বাচ্চা উদ্ধার করে। সেই সাথে সাপের বেশ কিছু ডিমও পাওয়া যায়। পরে সাপ গুলো মেরে ফেলা হয়।

ঘটনাটি জানাজানি হলে গ্রামের আশে-পাশের উৎসক জনতা দেখতে ভীর জমান।

স্থানীয়রা জানান, প্রতি বছরই গ্রামাঞ্চলে কোন না কোন মাটির বাড়ি থেকে গোখরা সাবক উদ্ধারের খবর শোনা যায়। তবে একসাথে এতগুলো সাবক উদ্ধারের খবর এটিই প্রথম ওই অঞ্চলে।

Exit mobile version