Site icon Jamuna Television

নাম-পরিচয় লুকিয়ে ভারতে বিপুল সম্পত্তি কিনেছেন পিকে হালদার

ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে শিব শংকর হালদার নাম নেন বাংলাদেশের আর্থিক কেলেংকারির অন্যতম হোতা পিকে হালদার। ভারতীয় নাগরিক পরিচয়ে ক্রয় করেন বিপুল পরিমাণ সম্পত্তি।

দেশটির গোয়েন্দা বিভাগের বিবৃতিতে জানানো হয় এ তথ্য। তাদের দাবি, বাংলাদেশ থেকে পাচার করা টাকায় এসব সম্পত্তি কিনেছেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার এবং তার সহযোগী সুকুমার মৃধা।

তাদের সম্পত্তির সন্ধানে, শুক্রবার (১৩ মে) পশ্চিমবঙ্গের ১০টি জায়গায় অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট, ইডি। পাওয়া যায় বেশ কয়েকটি দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। দিনভর অভিযানের পর গভীর রাতে সিলগালা করে দেয়া হয় তাদের মালিকানাধীন বাড়িগুলো।

পাচারের অর্থ কীভাবে লেনদেন হয়েছে তা অনুসন্ধানে তল্লাশি চালানো হয় ব্যাংকেও। দুই বাংলাদেশির অর্থপাচার আর ভারতে সম্পত্তি ক্রয়ের ঘটনায় তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। অর্থ পাচারের ঘটনায় রাজনৈতিক নেতারাও জড়িত আছে বলে অভিযোগ উঠছে সেখানে।

/এডব্লিউ

Exit mobile version