Site icon Jamuna Television

উত্তর কোরিয়ায় করোনা উপসর্গে ২১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় ঠান্ডা ও জ্বরের লক্ষণ নিয়ে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৪ মে) কোরিয়ান কেন্দ্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। তবে নিহত ব্যক্তিরা কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করেনি।

একই দিনে এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোভিড-১৯ কে একটি ‘মহা অশান্তি’ উল্লেখ করে সকলের প্রতি এ মহামারি কাটিয়ে উঠতে সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানিয়েছেন।

কিম বলেন, সংক্রমণটি এখনও নিয়ন্ত্রণের বাইরে নয়। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং চীনের মতো উন্নত দেশগুলোর কাছ থেকে শিক্ষা নিতে হবে।

এদিকে, করোনা সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসার পর সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশে মোট ১ লাখ ৮৭ হাজার ৮০০ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ইতোমধ্যেই প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিয়েছে।

মহামারি শুরু হওয়ার দু’বছর পর উত্তর কোরিয়া করোনার সংক্রমণের কথা স্বীকার করেছে। তবে এখন পর্যন্ত পর্যাপ্ত পরীক্ষা কিংবা স্বাস্থ্যবিধি আরোপ করার কোনো লক্ষণ দেখা যায়নি।

বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার সীমিত করোনা পরীক্ষার কারণে প্রকৃত আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশ পাচ্ছে না। যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে।

এটিএম/

Exit mobile version