Site icon Jamuna Television

মেয়ের সাথে অভিমান করে স্কুলশিক্ষিকার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছা নেলির (৩৫) মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ মে) রাত ১১টার দিকে কেন্দুয়া পৌরশহরের আরামবাগ ওই শিক্ষিকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্কুলশিক্ষার্থী মেয়ের সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

নিহতের আত্মীয় আসাদুল করিম মামুন জানান, নিহত মেহেরুন্নেছা নেলির বড় ভাইয়ের ফোন পেয়ে বাসায় যাই। দরজা ভেঙে রুমে ঢুকে দেখি সে ফ্যানের সাথে ঝুলে আছে। এসময় নিহতের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে এক রুমে ও স্বামীকে আরেক রুমে আটকে রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান মামুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নিহত মেহেরুন্নেছা নেলি রাতে দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে রাগারাগি করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version