Site icon Jamuna Television

সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে সরকার: তথ্যমন্ত্রী

রাজধানীতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে বর্তমান সরকার।

শনিবার (১৪ মে) সকালে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এর আগে, আলোচনা সভায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে এখনো একটি পক্ষ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল আলম বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান সব ধর্মেরই মূলমন্ত্র। সবাই এটি মেনে চললে শান্তিপূর্ণ দেশ গঠনে কেউ অন্তরায় হতে পারবে না।

আরও পড়ুন: শেখ হাসিনার বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আফগানিস্তানের মতো হবে না: কাদের

/এম ই

Exit mobile version