Site icon Jamuna Television

বান্দরবানে খেলতে গিয়ে লেকে ডুবে দুই বোনের মৃত্যু

নিহত দুই শিশু।

স্টাফ করেসপনডেন্ট, বান্দরবান:

বান্দরবানের আলীকদমে লেকের পানিতে পড়ে ২ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- সিরাজ কারবারী পাড়ার বাসিন্দার মাহমুদ উল্লাহর মেয়ে মারুফা (৭) এবং মাহফুজা (৪)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারি পাড়া এলাকায় খেলাধুলা করতে গিয়ে পাহাড়ি মাছ চাষের লেকে পড়ে ডুবে যায় দুই শিশু সহোদর। স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম বলেন, শুক্রবার সন্ধ্যার আগে লেকের পাড়ে আম গাছের নিচে খেলাধুলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ২ বোন। শুক্রবার রাত দেড়টার সময় ১ জনের লাশ পাওয়া যায়। অপরজনের লাশ মিলেছে শনিবার সকালে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের সেকেন্ড অফিসার এনামুল হক জানান, পানিতে পড়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version