Site icon Jamuna Television

দিনের আলো আচমকা নিভে গেলো

দিনের আলো ফোটার সাথে সাথে নিত্যদিনের মতো ব্যস্ত হয়ে ওঠেছিল রাজধানী ঢাকা। বেলা ১১ টার পর হঠাৎই চারদিকে নেমে এলো গভীর অন্ধকার। যদি তখনি কেবল কেউ ঘুম ভেঙে জেগে আকাশ পানে তাকায়, বিভ্রম সৃষ্টি হবে বৈকি। একি রাত, না দিন? এই মৌসুমে কালবৈশাখী ঝড়ে এর আগেও দিনের বেলায় অন্ধকার নেমে এসেছিল ঢাকার আকাশে।

 


আচমকা দিনের আলো নিভে যাওয়ায় জনমনে ভয়ের সঞ্চার হতে দেখা যায়। যদিও নিত্যদিনের ব্যস্ততার ফাঁকে কালবৈশাখী ঝড় উপভোগ করতে দেখা গেছে অনেক ঝড়পিপাসুকে। প্রায় আধঘণ্টা পর ধীরে ধীরে আলো ফুটে ওঠে। ফোঁটা ফোঁটা বৃষ্টি ও বাতাসের মাঝেই ধীরে ধীরে কর্মচঞ্ল হয়ে ওঠতে থাকে এই জনপদ।

 

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version