Site icon Jamuna Television

আল জাজিরার সাংবাদিক শিরিন হত্যার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা ও আরেক সাংবাদিক আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া এ ঘটনার দ্রুত, সচ্ছ ও স্বাধীন তদন্তেরও দাবি জানানো হয় পরিষদে। শুক্রবার (১৩ মে) এক বিবৃতিতে এ নিন্দা ও দাবি জানানো হয়। খবর আল জাজিরার।

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, আমরা নিরাপত্তা পরিষদের সদস্যরা নিহতের পরিবারের প্রতি সহানুভূতি ও গভীর সমবেদনা জানাচ্ছি এবং এ ঘটনার স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিষদ বেসামরিক নাগিরকদের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার জোর দাবি জানাচ্ছে। এছাড়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গত ১১ মে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। সিএনএনের খবর অনুযায়ী, আকলেহের সাথে উপস্থিত আরেক সাংবাদিক আলী আল সামুদিকও গুলিতে আহত হন।

এটিএম/

Exit mobile version