Site icon Jamuna Television

নিখোঁজের তিনদিন পর প্রহরীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে নিখোঁজের তিনদিন পর সেন্টু আলী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সকালে গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদীর চরের একটি পেয়ারা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের জানিয়েছে, নিহত সেন্টু পদ্মার চরে আবাদকৃত ফসল পাহারা দিতে প্রহরী হিসেবে কাজ করতেন। গত বুধবার (১১ মে) সন্ধ্যায় অন্যান্য দিনের মতোই কাজে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ মেলেনি। শনিবার সকালে স্থানীয়রা চরের একটি পেয়ারা বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পাশাপাশি অপরাধীদের ধরতে অভিযান চলছে।

এসজেড/

Exit mobile version