Site icon Jamuna Television

জয়পুরহাটে কিডনির দালাল চক্রের ৭ সদস্য গ্রেফতার

জয়পুরহাট:

জয়পুরহাটে কিডনির দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) দুপুরে পুলিশ লাইন্সের ড্রিল সেডে এক সংবাদ সম্মেলনে সাত দালালকে গ্রেফতার করার কথা জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অভাবের সুযোগ নিয়ে কালাই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষকে সুদে টাকা ধার দেয়ার প্রলোভন দেখিয়ে পরে ধারের টাকা শোধ করতে না পারলে কিডনি বিক্রিতে উদ্বুদ্ধ করত দালালরা। তারা একেকটি কিডনি উচ্চ মূল্যে বিক্রি করলেও ভুক্তভোগীদের দিত মাত্র সামান্য টাকা। পরে চিকিৎসার অভাবে ধুঁকতে থাকতো এসব ভুক্তভোগীরা।

তিনি আরও আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিডনি বিক্রির দালাল চক্রের হোতা মোশারফ, মোকারম, সাহারুল, সাদ্দামসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

এছাড়া সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নুপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এটিএম/

Exit mobile version