Site icon Jamuna Television

অভিমান করে ৮ ঘণ্টা নদীতে কাটালো সখিনা!

মৌলভীবাজারে একটি পোষা হাতি অভিমান করে ঝড় বৃষ্টির মধ্যে প্রায় ৮ ঘন্টা মনু নদের ভরা জলে সাঁতার কেটেছে।

হাতির মাহুত (তত্বাবধায়ক) আব্দুল্লাহ জানান, বুধবার সকালে সিলেট থেকে হাতিটিকে জুড়ি উপজেলায় নিয়ে যাচ্ছিলেন। মৌলভীবাজার সদর উপজেলার নয়াব্রিজ এলাকায় আসার পর বেশী হাঁটার কারণে বা অন্য কোন কারণে বিরক্ত হয়ে রেগে যায়। তারপর মনুনদে নেমে আর আর উঠতে চাচ্ছিল না। ইচ্ছে করেই পানি থেকে উঠছিল না। শত চেষ্টা করেও পাড়ে নিয়ে আসা যাচ্ছিল না।

প্রচণ্ড ঝড় বজ্রপাতের মধ্যেও সে পানি থেকে উঠতে নারাজ। মাঝে মাঝে পাড়ের খুব কাছে আসলেও আবার নদীতে নেমে যায়। কখনো বা তীর ঘেষে হাঁটছিল। পরে সন্ধ্যায় নতুনব্রিজ এলাকা অতিক্রম করে প্রায় ১ কি.মি দূরে মিরপুর এলাকা থেকে নানাভাবে অনুরোধ করার পর তীরে আসে।

হাতি সখিনার মালিক জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ লেমন। আম্বিয়া নামে সখিনার এক মেয়ে রয়েছে। হাতিটিকে দেখতে শত শত মানুষ নদীপাড়ে ভীড় করে।

Exit mobile version