Site icon Jamuna Television

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ফোনালাপ

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি: সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম টেলিফোনে কথা বলেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক কোনো ইঙ্গিত মেলেনি দুই নেতার আলোচনায়। প্রতিবেদন স্কাই নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ইস্যুতে গত আড়াই মাস ধরেই দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে যোগাযোগের চেষ্টা চলছিলো। তবে মার্কিন কর্তৃপক্ষের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব বরাবরই নাকচ করে দিয়ে আসছিল মস্কো।

পেন্টাগন মুখপাত্র জন কিরবির দাবি, ঘণ্টাব্যাপী এই ফোনালাপ পরবর্তী আলোচনার পথ তৈরি করেছে। তবে বড় কোনো অগ্রগতি বা সিদ্ধান্ত আসেনি বলেও স্বীকার করেন তিনি। বলেন, ইউক্রেনে সংঘাত শেষের আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী অস্টিন।

আরও পড়ুন: আল জাজিরার সাংবাদিক শিরিনের শেষকৃত্যেও হামলা ইসরায়েলের

পেন্টাগন মুখপাত্র আরও বলেন, ১৮ ফেব্রুয়ারির পর এটাই তাদের প্রথম আলাপ। প্রতিরক্ষামন্ত্রী লয়েড যোগাযোগ রক্ষার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

জেডআই/

Exit mobile version