Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে থাকা মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক!

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯ পিস ইয়াবাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। আটকৃত রানী বেগম (৪৫) যশোর জেলার বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী।

কারা সূত্রে জানা যায়, শনিবার (১৪ মে) দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় কর্তব্যরত মহিলা কারারক্ষী মাকসুদা বেগম তার দেহ তল্লাশিকালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পরে ওই নারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আটকৃত রানী বেগম মাদক মামলায় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সাথে দেখা করতে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে, জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন: সাতক্ষীরায় কোচিং না করায় শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে ভয়াবহ নির্যাতন

আটককৃত ওই নারী ২ মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় ওই নারীর বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

জেডআই/

Exit mobile version