Site icon Jamuna Television

পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মিরাজুল ইসলাম মিরা (৪৭) নিহত হয়েছে। বুধবার রাত ২ টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম মিরা দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত হাফেজ মন্ডলের ছেলে।

পুলিশের দাবী, বুধবার বিকেলে দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয় মিরাকে। গ্রেফতারের পর তাকে সাথে নিয়ে রাতেই অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে ডাকাত সর্দার মিরার অন্য সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এরই এক পর্যায়ে পুলিশের গুলি বর্ষণের মুখে পিছু হটে ডাকাত সদস্যরা। এসময় পুলিশের গুলিতে নিহত হয় গ্রেফতারকৃত ডাকাত সর্দার মিরা।

পরে সেখান থেকে একটি শাটারগান, ২ রাউন্ড গুলি, ২টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার আহসান হাবীব জানায়, মিরার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৯টি মামলা রয়েছে। সে জামু আকরাম বাহিনীর সক্রিয় সদস্য ছিলো।

Exit mobile version