Site icon Jamuna Television

আমিরাতের প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

সদ্য প্রয়াত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একদিনের সফরে শনিবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করে বাংলাদেশ সরকার। এছাড়া গতকাল তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোকবার্তা প্রকাশ করা হয়।

এদিকে দেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বলেন, এ ব্যাপারে জানানো হলে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

/এমএন

Exit mobile version