Site icon Jamuna Television

নায়িকার চরিত্রে অভিনয়ের ডাক পেয়েছি, সঙ্গে কুপ্রস্তাবও: অপরাজিতা

ছবি: সংগৃহীত

নিজেকে নিয়ে কোনো রাখঢাক নেই পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী অপরাজিতার। স্কুলজীবন থেকে অভিনয়জীবন, সব নিয়েই অনর্গল কথা বলেন তিনি।

জি বাংলার একটি রিয়্যালিটি শো’তে হাসতে হাসতে স্বীকার করেছেন, তার ভারী চেহারা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। নায়কেরা তাকে বলেছেন, এবার তো আমার মায়ের চরিত্রে অভিনয় করবি! পাশাপাশি একেবারে শুরুতে তিনিও নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। অভিনেত্রীর দাবি, সঙ্গে কুপ্রস্তাবও এসেছে প্রযোজকের কাছ থেকে।

প্রযোজকের ঘনিষ্ঠরা সরাসরি তাকে ডেকে বলেছেন, এই চরিত্রটা তুমিই করবে। কিন্তু প্রযোজক তোমার সঙ্গে আলাদা জায়গায় দেখা করতে চেয়েছেন। তখনই অপরাজিতা ঠিক করেন, তিনি ছোট পর্দাতেই নিজেকে মেলে ধরবেন। কারণ, ছোট পর্দা থেকে কোনও দিন এই ধরনের আপত্তিকর প্রস্তাব পাননি তিনি।

পরে ধীরে ধীরে বদলেছে বাংলা বিনোদন দুনিয়া। ছবি বানাতে এগিয়ে এসেছেন ছোট পর্দারই পরিচালক, প্রযোজকরা। ফলে, পরিবেশ বদলেছে। তখন অভিনেত্রীও একের পর এক অভিনয় করেছেন নানা স্বাদের ছবিতে। যত ছবির গল্পের ধারা বদলেছে, ততই নিজেকে প্রমাণ করার সুযোগ মিলেছে তার।

আরও পড়ুন- ভারতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়ে রহস্য, হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এনবি/

Exit mobile version