Site icon Jamuna Television

দন্ত চিকিৎসক থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছেন ডা. মানিক সাহা। শনিবার (১৪ মে) রাজ্যটির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আকস্মিক পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে তার স্থলাভিষিক্ত হয়েছেন রাজ্য বিজেপির এ সভাপতি। খবর আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার।

মানিক সাহা পেশায় দন্ত চিকিৎসক। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলার বিআর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালের বিভাগীয় প্রধান মানিক সাহা ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন। গত মার্চে রাজ্য সভার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

দলীয় কোন্দলের কারণে শনিবার বিপ্লব কুমার পদত্যাগ করায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে নিযুক্ত করা হয়েছে। ত্রিপুরার বিধানসভার নির্বাচনের এক বছর আগে রাজ্যের শীর্ষ পদে নাটকীয় এই পদত্যাগের ঘটনা ঘটেছে।

মানিক সাহা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতি। তিনি সদ্যবিদায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঘনিষ্ঠ সহযোগী।

/এমএন

Exit mobile version