Site icon Jamuna Television

ভিন্নমতাবলম্বীদের দাবিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের সায়

দলে পার্লামেন্টারি বোর্ড গঠনে ভিন্নমতাবলম্বীদের দাবিতে সায় জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা। তবে প্রস্তাবটি গৃহীত হতে দলের ওয়ার্কিং কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। খবর এনডিটিভির।

দেশটির রাজস্থানের উদয়পুরে তিন দিনের চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে শনিবার (১৪ মে) দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রস্তাবটিতে সায় দেন।

পার্লামেন্টারি বোর্ডের বিষয়টি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অনুমোদন পেলে তা দলটির নির্বাচনী কমিটিকে প্রতিস্থাপন করবে। নির্বাচনী কমিটি ভারতের লোকসভা ও বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী নির্ধারণ করে। তবে পার্লামেন্টারি বোর্ডের প্রস্তাব গ্রহণ করতে না দেয়ার বিষয়ে কংগ্রেসের অভ্যন্তরেই বিরোধ রয়েছে বলে জানা গেছে।

/এমএন

Exit mobile version