Site icon Jamuna Television

মানবতাবিরোধী অপরাধ মামলায় রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ৫টি অভিযোগের মধ্যে দু’টি অভিযোগে যাবজ্জীবন এবং দু’টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এর আগে ২১ মার্চ যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত।

এ মামলায় তিন আসামির মধ্যে আমজাদ আলী গ্রেফতারের পর ‍ও ওয়াজ উদ্দিন পলাতক অবস্থায় মারা গেছেন। রিয়াজের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

Exit mobile version