Site icon Jamuna Television

রাজধানীর ভাটারায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

রাজধানীর ভাটারা থানা এলাকায় ছুরিকাঘাতে শান্ত নামের এক যুবক নিহত হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ বা হত্যাকারীর পরিচয় জানা যায়নি। নিহত শান্তর বয়স ২২ বছর। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতো শান্ত।

শনিবার (১৪ মে) রাতে ভাটারার নুরের চালা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দেয়া তথ্যমতে, শনিবার রাত ১১টার দিকে বন্ধু পরিচয়ে একজন শান্তকে ঢাকা মেডিকেলে ছুরিকাহত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের ধারণা, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে নূরের চালা কুইন্স গার্ডেন এলাকায় শান্তকে ছুরিকাঘাত করা হয়। তবে কে বা কারা এর সাথে জড়িত কিংবা কিভাবে ঘটনার সূত্রপাত তা এখনো নিশ্চিত নয়।

বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। লাশ ঢামেক এর মর্গে রাখা হয়েছে।

এসজেড/

Exit mobile version