Site icon Jamuna Television

চলমান সঙ্কটের মাঝেই শ্রীলঙ্কায় চার নতুন মন্ত্রীর নিয়োগ

নিয়োগপ্রাপ্ত নতুন চার মন্ত্রী।

শ্রীলঙ্কার মন্ত্রিসভায় সদ্য নিয়োগপ্রাপ্ত চার নতুন সদস্যের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শনিবার (১৪ মে) নিয়োগ দেয়া হয় তাদের। নতুন নিয়োগপ্রাপ্তদের সকলেই রাজপাকসের দল এসএলপিপির সদস্য বলে জানা গেছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, নগর উন্নয়ন এবং জ্বালানি ও শক্তি মন্ত্রণালয়ে নিযুক্ত হয়েছেন নতুন মন্ত্রীরা। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এল পেরেইস, যিনি আগেও একই পদে ছিলেন। মন্ত্রিসভায় ইউনাইটেড ন্যাশনাল পার্টির একমাত্র প্রতিনিধি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তাই জোট সরকার গঠনে অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত এ প্রধানমন্ত্রীকে।

নতুন মন্ত্রীদের নিয়োগের পর শ্রীলঙ্কার জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে এসএলপিপি। এদিকে বিক্রমাসিংহের নেতৃত্বে জোটে যোগ দেবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। তবে জোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে দেশটির বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল।

/এসএইচ

Exit mobile version