Site icon Jamuna Television

পি কে হালদার ও তার সহযোগীদের তিন দিনের রিমান্ড চাইতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা

ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের পর পি কে হালদার।

কলকাতার আদালতে তোলা হবে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার ও তার ভাইসহ ৬ জনকে। জানা গেছে, আজ রোববার (১৫ মে) তাদের আদালতে তোলার পর তিন দিনের রিমান্ড চাইতে পারে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- ইডি।

রোববার (১৫ মে) ছুটির দিন হওয়ায় আদালতের বিশেষ পুলিশ কোডে নেয়া হবে পি কে ও তার সহযোগীদের। দুপুর ২টা থেকে শুরু হবে কার্যক্রম। আদালত কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে পি কে হালদার ও তার সহযোগীদের হাজির করা হতে পারে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে।

এর আগে শনিবার (১৪ মে) ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি’র রুদ্ধশ্বাস অভিযানে ৬ সহযোগীসহ গ্রেফতার হন প্রশান্ত কুমার হালদার। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে আটক করা হয় তাকে। গতকালই, পি কে হালদারকে সেখানকার আদালতে তোলা হয়েছে, এমনটা জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো।

গোয়েন্দারা বলছেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন পি কে। পরিচয় পাল্টে শিব শংকর হালদার নামে জোগাড় করেন নাগরিকত্বের কাগজপত্র। সেই সাথে, বাংলাদেশ থেকে পাচার করা অর্থে সেখানে গড়ে তোলেন বিশাল সাম্রাজ্য।

/এসএইচ

Exit mobile version