Site icon Jamuna Television

খালেদা জিয়ার জামিন ৪ জুন পর্যন্ত বর্ধিত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় যুক্তিতর্ক পিছিয়ে আগামী ১৪ মে দিন ধার্য করেছেন আদালত। সকালে বকশীবাজার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামান এ রায় দেন।

খালেদা জিয়া ‘শারীরিকভাবে আনফিট’ থাকায়’ আদালতে উপস্থিত হতে না পারায় যুক্তিতর্ক পেছানো হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন বাড়ানোর আবেদন করেন। তিনি বলেন, চেয়ারপারসন অসুস্থ্, জামিন দিলে তাঁকে সঠিক চিকিৎসা করা যাবে।

এদিকে খালেদা জিয়া হাজির না হওয়ায় মামলাটি ঝুলে যাচ্ছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষ। ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

Exit mobile version