Site icon Jamuna Television

নাঈম হাসানে ভেঙেছে লঙ্কান উদ্বোধনী জুটি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের প্রথম সেশনে টাইগারদের সাফল্য এনে দিয়েছেন নাঈম হাসান। চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট হারিয়ে শেষ খবর পর্যন্ত লঙ্কানদের স্কোর ১ উইকেটে ৪৭ রান।

অ্যান্ড্রু সাইমন্ডসের স্মরণে এক মিনিট নীরবতা পালনে শুরু হয় টেস্ট। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত অজি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় চট্টগ্রাম টেস্ট। শ্রীলঙ্কার হয়ে ইনিংস শুরু করেন দিমুথ করুনারত্নে এবং ওসাদা ফার্নান্দো। ২৩ রানে এই জুটি ভাঙেন স্পিনার নাঈম হাসান। দারুণ ফর্মে থাকা লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ৯ রানে ফেরান এই অফ স্পিনার। টেস্টে বিগত এক বছরে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান করা এই ওপেনারকে শুরুতেই ফিরিয়ে দেয়া আত্মবিশ্বাস যোগাবে টাইগার শিবিরে। ক্রিজে আছেন এখন ওসাদা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিনটি পরিবর্তন। করোনা মুক্ত হয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাঈম হাসান। এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন। আর ইনজুরিতে ছিটকে গেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন: ‘প্রচণ্ড কষ্ট হচ্ছে’

/এম ই

Exit mobile version