Site icon Jamuna Television

কাশিয়ানীতে পুড়ে ছাই নির্বাচন অফিসের কাগজপত্র

আগুন পুড়ে গেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসের মূল্যবান কাগজপত্র।

রোববার (১৫ মে) ভোরে কাশিয়ানীর নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভোরে কার্যালয়ের নিচতলায় হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যেই পুড়ে যায় নির্বাচন অফিসে থাকা মূল্যবান কাগজপত্র।

তবে আগুনে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে, অন্যান্য মালামালেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্টসাকিট থেকেই আগুনের সূত্রপাত।

/এডব্লিউ

Exit mobile version