Site icon Jamuna Television

জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন! হার্ট অ্যাটাক বলে প্রচারের চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট, জয়টুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবিতে ছেলের হাতে পিতাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মে) ভোর সাড়ে ৪ টার দিকে পাঁচবিবি উপজেলায় আটাপুর ইউনিয়নের বরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল কাদের দেওয়ান (৭২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরণ গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে আব্দুল কাদের দেওয়ান ও তার ছেলে সুলতানের ঝগড়া হয়। রাতের কোনো একসময় ছেলে সুলতান তার বাবাকে হত্যা করে এরপর সকালে পাড়া-প্রতিবেশীদের ডেকে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে জানায়। তবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশে খবর দেয় তারা। পুলিশ সুলতানকে আটক করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/এডব্লিউ

Exit mobile version