Site icon Jamuna Television

২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচনের নির্দেশ

আগামী ২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

গাজীপুরে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থীর আবেদন এবং নির্বাচন কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে এ রায় দেন আপিল বিভাগ। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শুনানি হয়।

এর আগে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৫মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন করতে সব প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছিল। সে অনুযায়ী প্রার্থীরাও প্রচারে ব্যস্ত ছিলেন। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করলে হাইকোর্ট গত রোববার এ সিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version