Site icon Jamuna Television

‘পি কে হালদারকে দেশে ফেরাতে সব ধরনের আইনি পদক্ষেপ নেয়া হবে’

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

পি কে হালদারকে দেশে ফেরাতে সব ধরনের আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রোববার (১৫ মে) সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ভারতের আইনে জালিয়াতের কারণে তার বিচার হবে। মিথ্যা নাগরিকত্বের সার্টিফিকেট গ্রহণ করেছে, জালিয়াতির মাধ্যমেই সেখানে অবস্থান করেছে পি কে হালদার। সেটি ভারতের বিষয়। তবে আমাদের দেশে অর্থ পাচার ও আর্থিক কেলেঙ্কারির বিষয়ে মামলা বিচারাধীন রয়ে গেছে। সেই মামলায় বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এবং সেই ব্যবস্থার অধীনে আশা করি, তাকে দ্রুততার সাথে নিয়ে আসা সম্ভব হবে।

প্রসঙ্গত, শনিবার (১৪ মে) ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি’র রুদ্ধশ্বাস অভিযানে ৬ সহযোগীসহ গ্রেফতার হন বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে আটক করা হয় তাকে। কলকাতার একটি আদালতে পি কে হালদারের রিমান্ড চায় ভারতের গোয়েন্দা সংস্থা ইডি। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

আরও পড়ুন: ‘বন্দি বিনিময় চুক্তি ও আইনি প্রক্রিয়ায় পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনা হবে’

/এম ই

Exit mobile version