Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হয়ে আবারও হাসপাতালে অক্ষয়

বলিউড অভিনেতা অক্ষয় কুমার (৫৪)।

কান চলচ্চিত্র উৎসব ২০২২-এর লাল গালিচায় হাঁটার কথা ছিল অক্ষয় কুমারের। কিন্তু এ বছর তা আর হচ্ছে না হয়তো। জানা গেছে, দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিখ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ আর রহমান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুর প্রমুখের সাথে কানে অতিথি হয়ে যাওয়ার কথা ছিল এ বলিউড তারকার। বাকি সব পরিকল্পনা আগের মতো থাকলেও করোনার হানায় বাদ পড়েছেন অক্ষয়, এবার হয়তো তার যাওয়া হচ্ছে না কানে।
 
এর আগে, ২০২১ এপ্রিলে প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয়। শারীরিক দূরত্বসহ সব নিয়ম মেনেও আবারও করোনার কবলে তিনি। তার করোনা পজেটিভ হওয়ার খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকাকে সাহস যুগিয়েছেন অক্ষয়ভক্তরা।

উত্তরে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই টুইট করেছেন অক্ষয়। টুইটে তিনি বলেন, আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসায় আমি খুব শিগগিরই সেরে উঠবো, আমি ভাল আছি।

/এসএইচ

Exit mobile version