Site icon Jamuna Television

রোহিঙ্গা নিপীড়নের সুষ্ঠু তদন্তে মিয়ানমার সরকারকে আহ্বান নিরাপত্তা পরিষদের

রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জবাবদিহিতার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বুধবার ব্রিটিশ প্রতিনিধির উপস্থাপিত এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের ওপর সমঝোতায় পৌঁছায় নিরাপত্তা পরিষদ। শুরুতে চীন আপত্তি জানালেও পরে পরিষদের ১৫ সদস্য দেশই সম্মতি দেয় এতে।

বিবৃতিতে বলা হয়, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে মিয়ানমারের উচিত রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা। এসময় নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহে অবিলম্বে রাখাইনে প্রবেশাধিকারও চায় পরিষদ। গেল সপ্তাহে মিয়ানমারের সংঘাত কবলিত অঞ্চল এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পগুলো পরিদর্শন করে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।

Exit mobile version