Site icon Jamuna Television

পিকনিক পার্কে র‍্যাবের অভিযান, অননুমোদিত বন্যপ্রাণী উদ্ধার

নড়াইলের একটি পিকনিক পার্ক থেকে র‍্যাবের অভিযানে বেশ কয়েকটি অননুমোদিত বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ মে) দুপুরে লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক পার্কে অভিযান চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।

এ সময় পার্ক কর্তৃপক্ষ বন্যপ্রাণী রাখার যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় ২৫ হাজার টাকা জরিমানা ও প্রাণিগুলোকে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি ভাল্লুক, ১টি অজগর সাপ, ২টি বানর ও ১টি মেছো বাঘ।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, র‍্যাব-৬ খুলনা সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান, যশোরের এএসপি শফিকুল ইসলাম, খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শক রাজু আহমেদ, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট মো. আনিসুর রহমান ও নিরিবিলি পিকনিক পার্কের স্বত্বাধিকারী মফিজুর রহমানসহ আরও অনেকে।

এটিএম/

Exit mobile version